ভয়েস টাইপিং দিয়ে সহজে বাংলা লেখা
এ যুগে বাংলা ভাষায় লিখতে কে না চায়! মনের ভাব সহজে প্রকাশের জন্য হোক মোবাইল বা পিসি বা ল্যাপটপ, সব জায়গা থেকে বাংলা লেখার জন্য বাংলা ফন্ট বা কি-বোর্ড ঠিকঠাক করাটা সাধারণের জন্য ঝক্কির ব্যাপার। Google Voice Typing ব্যবহার করে এখন খুব সহজেই বাংলা লেখা সম্ভব মোবাইল বা পিসি বা ল্যাপটপ থেকে। আপনার একটি গুগল অ্যাকাউন্ট (যেমন জিমেইল আইডি) থাকলেই ব্যাপারটা অনেক সহজ। আসুন ধাপগুলো দেখে নেয়া যাক!
১. ব্রাউজারে খুলুন docs.google.com, নতুন ডকুমেন্ট ওপেন করুন
২. যে Font দেখা যাচ্ছে সেখানে থেকে More Fonts এ ক্লিক করুন
৩. Scripts: All Script এ ক্লিক করে Script লিস্ট খুলুন
৪. লিস্ট থেকে Bengali সিলেক্ট করুন, তাহলে বাংলা ফন্ট গুলো দেখতে পারবেন
৫. বাংলা Font গুলো সিলেক্ট করে OK দিয়ে বের হয়ে আসুন
৬. এবার ডকুমেন্টে লেখার জন্য একটি বাংলা Font সিলেক্ট করুন। আমরা এখানে Galada সিলেক্ট করেছি।
৭. Tools মেনু থেকে Voice Typing সিলেক্ট করুন
৮. Voice Typing বক্সে সাধারণত Default Language English (US) থাকে ড্রপডাউন থেকে বাংলা (বাংলাদেশ) সিলেক্ট করুন
৯. মাইক্রোফোন এ ক্লিক করলে তা নিচের মত লাল রং হলে কথা বলে যা টাইপ করতে চান তা করতে পারেন
১০. এখন চাইলে এই লেখা সিলেক্ট করে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যেতে পারেন
এ ধাপগুলোর মাধ্যমে নিজেই চেষ্টা করে দেখুন! কিছু ক্ষেত্রে বানান এদিক ওদিক হতে পারে, উচ্চারণ ঠিকঠাক থাকলে আর অন্য নয়েস সাউন্ড না থাকলে মোটামুটি পারফেক্ট লেখা সম্ভব। গুগল মেশিন লার্ণিং ব্যবহার করে দিন দিন এর পারফরম্যান্স উন্নত করে চলেছে। অ্যান্ড্রয়েড বা আইফোনে Google এর GBoard কিবোর্ড অ্যাপ দিয়ে চাইলে যেকোন অ্যাপে ভয়েস টাইপিং করা সম্ভব। আশা করছি এটি আপনার কাজে লাগবে এবং বাংলায় মনের ভাব প্রকাশে সহায়ক হবে। ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন।